• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দেশের উন্নয়নে নৌকা ছাড়া কোন বিকল্প নেই

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের পাকা সড়ক, হ্যারিং বোন রাস্তা, আরসিসি গার্ডার ব্রীজ, সেতুসহ বিভিন্ন উন্নয়মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এসকল উন্নয়মূলক কাজের উদ্বোধন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

পরে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সকলকে নৌকার পক্ষ্যে সমর্থণ আরো বর্ধিত করার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, দেশের উন্নয়নে নৌকা ছাড়া কোন বিকল্প নাই, শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নাই। তাই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে।

 নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মাষ্টারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ আমিনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায়  এসময় আরও  বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান,  জেলা আওয়ামী লীগের  যুগ্ম -সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র  বাবু তরুন কর্মকার, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর  রেজাউল করিম জাকির, জেলা পরিষদ সদস্য মোঃ সোহরাব হোসেন। এ ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন  পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  বিভিন্ন নেতৃবৃন্দ, সরকার-বেসরকারী কর্মকর্তা, পুলিশ প্রসাশনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, মসজিদের ইমাম এবং  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি আজকাল