• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের সময় একজন আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ড্রেজার জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির হোসেন দপদপিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে একটি চক্র বালু উত্তোলন করে যাচ্ছে।

খবর পেয়ে পুলিশ তিমিরকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ড্রেজার জব্দ ও একজনকে আটক করা হয়। এ ঘটনায় মনির হোসেন ও মো. সাইফসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়। এস আই মো. মোস্তফা কামাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য সুগন্ধা নদীতে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবসা নিয়ে দন্দ্বের জেরে গত ৫ এপ্রিল রাতে মুন্না বাহিনী কুপিয়ে হত্যা করে সুমন বাহিনীর প্রধান যুবলীগকর্মী তরিকুল ইসলাম সুমনকে। এর পরে থেকে টনক নড়ে প্রশাসনের সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ।

 

ঝালকাঠি আজকাল