• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে ১০ টন পলিথিন উদ্ধার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯  

বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে গতকাল রাতে ১০ টন পলিথিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ট্রাকচালক মো. জালাল উদ্দিন ও সহকারী মো. আল আমিন। তারা যশোরের বেনাপোল বন্দরের দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, ঢাকা থেকে ট্রাকবোঝাই করে নিষিদ্ধ ঘোষিত ১০ টন পলিথিন নিয়ে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে বরগুনা যাচ্ছিল। পথে নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাকসহ পলিথিন উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করলে ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. আশ্রাফুল ইসলাম এ জরিমানা করেন। উদ্ধার করা ট্রাক ও পলিথিন বরিশাল পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। 

ঝালকাঠি আজকাল