• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আয়োজন করেন। 

সাংবাদিকদের সাথে ব্রিফিং প্রদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, উক্ত কার্যক্রমের আওতায় ১ম পর্যায়ে ৩৩৩টি, ২য় পর্যায়ে ৩৭টি, ৩য় পর্যায়ে ১ম ধাপে ৫০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। তিনি আরো বলেন, ৩য় পর্যায়ে ২ধাপে ৩০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। যাহা ২১ জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) অনুজা ম-ল, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ঝালকাঠি আজকাল