• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে মা ইলিশ ধরায় জেলের কারাদণ্ড 

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

আজ রবিবার দুপুর আড়াইটায় উপজেলার বাদুতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন। এ সময় ২০ হাজার মিটার জল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।  উদ্ধার জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়।  এছাড়াও  এ সময় জব্দ হওয়া ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো জেলার বিষখালী নদীর পূর্ব তীরবর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৫৯)। 

রাজাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জি,এম, সেলিম বলেন, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত দিনরাত অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজকের একজন জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে কোনভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো জানান আমরা যদি মা ইলিশ রক্ষা করতে পারি, তাহলে সারা বছর ইলিশ খেতে পারবো। 

ঝালকাঠি আজকাল