• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন কারীকে ১ লক্ষটাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত ঝালকাঠির নলছিটি উপজেলা মল্লিকপুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যাক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নলছিটির মল্লিকপুর এলাকায় সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে ইসলাম নামে এক বালু ব্যবসায়ী এ খবর জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। এবং আরিফুল ইসলাম নামের বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেননা বলে মুচলেকা দেওয়ায় তাকে আটক না করে ছেড়ে দেওয়া হয়।

ঝালকাঠি আজকাল