• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি আউশ আবাদে ৬৩ লাখ টাকার প্রণোদনা দিয়েছে সরকার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় বোরো আবাদের ফলন আসতে না আসতেই সরকার আউশ মৌসুমে কৃষকদের চাষাবাদে প্রণোদনা হিসাবে ৬৩ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। জেলায় ৭২০০ বিঘা চাষের জন্য ৭২০০ জন কৃষককে এই প্রণোদনা দিচ্ছেন। আউশ উৎপাদনে দক্ষিন অঞ্চলের এই জেলা পিছিয়ে থাকায় সরকারের এই উদ্যোগ।  প্রণোদনার এই কর্মসূচি অনুযায়ী একজন কৃষক একবিঘা জমি চাষের জন্য ৫ কেজি উন্নত জাত ব্রি-৪৮ জাতের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার পাবেন। রবিবার আনুষ্ঠানিকভাবে সদর উপজেলায় কৃষকদের মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসা: খাদিজা। অন্যদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান ও কৃষক শ্যামল দত্ত বক্তব্য রাখেন। পরে কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করা হয়।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৬০০ বিঘা চাষের ১৬০০ জন কৃষকের জন্য ১৪ লাখ টাকা, নলছিটি উপজেলায় অনুরূপ ১৬০০ বিঘা চাষের জন্য ১৬০০ জন কৃষকের বিপরীতে ১৪ লাখ টাকা, রাজাপুর উপজেলায় ২০০০ বিঘা চাষে ২০০০ জন কৃষকের জন্য ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং কাঠালিয়া উপজেলায় ২০০০ বিঘা চাষের জন্য ২০০০ জন কৃষকের অনুকুলে ১৭ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। এই কর্মসূচিতে বীজ বাবদ ২৩ লাখ ৪০ হাজার টাকা, ডিএপি সার বাবদ ২০ লাখ ১৬ হাজার টাকা, এমওপি সার বাবদ ৯ লাখ ৩৬ হাজার টাকা, পরিবহন খাতে ৭ লাখ ৫৬ হাজার টাকা ও আনুসাঙ্গিক ২ লাখ ৫২ হাজার টাকা সহ প্রণোদনার ৬৩ লাখ টাকা ব্যয় হবে।

ঝালকাঠি আজকাল