• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়ন পরিষদে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। স্মার্ট কাট বিতরণ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, নতুন প্রজন্মকে  মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির ইতিহাস জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে যুবকদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশের গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে নলছিটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কুলকাঠি ইউনিয়নে ৬ শতাধিক গভীর নলকূপ,রাস্তা কার্পেটিং,খাল খনন, শতাধিক কালভাট ব্রীজ হয়েছে। আরো অনেক  উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

গতকাল বিকেলে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলকাঠী ইউনিয়ন আলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউপি সদস্য জালাল মল্লিক,মাহাবুবুর রহমান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম রেজা,যুগ্ন-সাধারন সম্পাদক এইচ এম সজিব,সাংগঠনিক সম্পাদক জাহিদ মোল্লা, সেচ্ছাসেবকলীগের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

ঝালকাঠি আজকাল