• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন ৪৫টি পরিবার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধীকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি নাই, ঘর নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে  ৪৫ টি পরিবারকে নতুন ঘর দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারী আশ্রয়ন প্রকল্প-২এর আবসনের ঘর বরাদ্দকৃতদের মাঝে আনুষ্ঠানিক চাবি হস্তান্তর করা হয়।

রবিবার সকালে ইউনিয়ল পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি জহিরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মোবারক হোসন মল্লিক। ভূমিহীন পরিবাররা নতুন ঘর পেয়ে  দারুন খুশি। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এ ঘর নির্মান বাস্তবায়ন করেছে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধীকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলায় ১৮১টি পরিবারের তালিকা দেয়া হয়েছে। এদের মধ্যে একেবারে ভূমিহীন যাদের জমি ও ঘর নেই তাদের প্রথম ধাপে ৪৫টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের নতুন ঘর দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন মানুষের জন্য এ ঘর উপহার দিয়েছেন। আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠির সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর জন্য দোয়া করবেন।

ঝালকাঠি সদর উপজেলায় রয়েছে ১৮১, নলছিটি ৩৮৫, রাজাপুর ৬০১ ও কাঠালিয়ায় ৫৪টি। মুজিববর্ষ উপলক্ষে সম্পূর্ণ সরকারি অনুদানে ভূমিহীন পরিবার গুলোকে এসব সেমিপাকা ঘর মির্মাণ করে দেয়া হচ্ছে।

ঝালকাঠি আজকাল