• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে প্রস্তাবিত আবাসন প্রকল্প নির্মাণের জমি পরিদর্শন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা ডুমুরিয়া গ্রামে আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবিত জমি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। সরকারি খাস ১.১২ একর জায়গায় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প আবাসন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও সহকারি কমিশনার ভূমি জহিরুল ইসলাম সরজমিন জায়গা পরিদর্শন করেছেন।

ঝালকাঠি জেলায় যাদের যায়গা জমি ও ঘরবাড়ি নেই এমন শ্রেনীর ভাষমান পরিবার গুলিকে আবাসন প্রকল্প করে সরকার মাথা গোজার ব্যবস্থা করছেন। ঝালকাঠি জেলায় মুজিব বর্ষ উপলক্ষে ৪৭৪ টি গৃহ নির্মাণের বরাদ্দ দিয়েছে। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে গৃহ নির্মাণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে সরকারের খাস জমি উদ্ধার করে সেখানে আবাসন প্রকল্প নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় লোকজন এই এলাকায় আবাসন প্রকল্প নির্মাণের দারুন খুশি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে।

ঝালকাঠি আজকাল