• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

কাঁঠালিয়ায় আলিম পরীক্ষার্থীর আত্মহত্যা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

 রাজাপুর- প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় হাসান (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব ছিটকি গ্রামে এ ঘটনা ঘটে। হাসান উপজেলার উত্তর ছিটকি নেছারিয়া সিনিয়র মদ্রাসার আলিম পরীক্ষার্থী ও পূব ছিটকি এলাকার মৃত হাবিব চৌকিদারের ছেলে। হাসানের বড় মামি শিমুল জানায়, হাসানের বাবা-মা মারা যাওয়ার পরে তাদের বাড়িতে থেকে লেখা পড়া চালিয়ে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হাসান বাহির থেকে এসে দরজা খোলার জন্য ডাক দেয়। তার মামি হাসানের সাথে কথা বললে অনুভব করেন এবং তার হতে কিটনাশকের বোতল দেখতে পায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পাশ্ববর্তী রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসা অবস্থায় তার (হাসান) মৃত্যু হয়। তবে কি কারনে বিষ পান করেছে নির্দিষ্ট করে বলতে পারেনি। হাসানের বন্ধু তাওহীদ জনায়, হাচান একই এলাকার একটি মেয়ে সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার ২/৩ দিন পূর্বে তার (হাসান) প্রেমিকাকে নিয়ে বেড়াতে আসলে কাঠালিয়া উপজেলার সাতানি নামক বাজারের একটি চক্র তাদের আটক করে তাদের কাছ থেকে মোবাইল সহ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। পরে তার বোন হাফিজা ১৫ টাকার শত বিনিময় আবার মোবাইল ছাড়িয়ে আনে। এ কারনে অভিমান করে হয়তো এ ঘটনা ঘটাতে পারে। স্থানীয়রা জানায়, উপজেলার সাতানি বাজারে একটি মাদকসেবী চক্র এ রকম প্রায়ই লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এ ব্যাপারে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, হাচানকে একে বারে শেষ পর্যায়ে মেডিকেলে নিয়ে আসছে। ১০ মিনিট চিকিৎসা দেয়ার পরে হাচানের মৃত্যু হয়। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হবে।

ঝালকাঠি আজকাল