• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

রাজাপুর প্রতিনিধিঃ ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোাগানে ঝালকাঠির রাজাপুরে সামাজিক নিরাপত্তার আওতায় বয়ষ্ক, বিধবা ও প্রতবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋন কার্যক্রম সফল বাস্তবায়ন' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রাজাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান। সেমিনারে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অঃ দাঃ) আব্দুর রশিদ খান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, এছাড়া বক্তব্য রাখেন ইউপি চেয়্যারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা মজিবর, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মুজিবুল হক কামাল, সমাজসেবা অফিসের সহকারি কর্মকর্তা শেখ মোঃ আঃ হালিম, মোঃ জাকির ফরাজী প্রমুখ। বক্তারা রাজাপুর উপজেলাকে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় অন্তর্ভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সেমিনারে জন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীরা অংশ গ্রহন করে। উপজেলা সমাজসেবা অফিস কতৃক সেমিনারে জানানো হয়, চলতি অর্থ বছরে ঝালকাঠির রাজাপুর উপজেলায় বয়স্ক ভাতা ভোগীদের সংখা ৫ হাজার ২৪৫ জন, বিধাবা ভাতা ভোগীদের সংখা ২ হাজার ১১৮, অসচ্ছল প্রতিবন্দী ভাতা ভোগীদের সংখা ২ হাজার ১৩১ জন, অনগ্রসর জনগোষ্ঠি ভাতা ভোগীদের সংখা ১১০ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ২৯ জন, হিজরা ৮ জন, প্রতিবন্ধী শিক্ষা ১৯৪ জন এবং সুদমুক্ত আড়াই কোটী টাকা ক্ষুদ্রঋন প্রদান করেছে। সেমিনারে বস্তুনিষ্ঠ তথ্য ও যোগ্য নাগরিকগন এ সকল সুবিধা থেকে বঞ্চিত না হয় সে বিষয় একমত পোষন করেন অংশগ্রহনকারীগন। 

ঝালকাঠি আজকাল