• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

নলছিটিতে গ্রাম পুলিশদের পোষাক ও বাইসাইকেল বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে গ্রাম পুলিশরা পেলো সরকারের দেয়া পোশাক ও সরঞ্জামাদি এবং তাদেরকে যোগাযোগের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বাইসাইকেল ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেকল মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি ভার্চুয়াল সংযুক্তি থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন করে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের পাশা পাশি গ্রাম পুলিশদেরও সরকারি সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণীর মানুষের চাহিদা অনুযায়ী আন্তরিকতার সাথে পুরন করে চলছে। গ্রাম পুলিশদের ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষার কাজ গতিশীল করতে সরকার এ সরঞ্জামাদি বিতরণ করছেন।

নলছিটি উপজেলার ৫৮ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও ৯৩জন সদস্যকে সরঞ্জামাদির মধ্যে পোশাক, রেইন কোর্ট, টর্চলাইট সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

ঝালকাঠি আজকাল