• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঘূর্ণিঝড় পরবর্তী চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রান বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ জুন ২০২০  

ঝালকাঠি  প্রতিনিধি: ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী চলমান করোনা পরিস্থিতিতে দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় বরাদ্দকৃত ত্রান বিতরন করা হয়েছে। আজ বুধবার সকালে ঝালকাঠি সদরের ৪নং কেওড়া ইউনিয়ন পরিষদে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু বিতরণ করা হয়।
 

সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন করেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ জাকির সিকদার, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান পলাশ। প্রতিটা ওয়ার্ডের সমন্বয়ে ৪১০ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে এসব ত্রান বিতরন করা হয়েছে। চতুর্থ দফায় ৪১০ জনকে ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় বরাদ্দকৃত ত্রান বিতরণ করা হয়।

ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান পলাশ জানান, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়াদের তালিকা করে কেওড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা উপকারভোগী দরিদ্র পরিবারকে ত্রাণ দেয়ার লক্ষে সরকারি ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ত্রান সঠিক ভাবে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। উপকারভোগী দরিদ্ররা যাতে সঠিক ভাবে  ত্রান পায় তা মনিটরিং কাছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও  উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার।

ঝালকাঠি আজকাল