• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল নাগরিকদের দায়িত্বশীল হতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো.জোহর আলী বলেছেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এবং তার মেধা দিয়ে দেশকে বিশ্বের দরবারে উন্নয়ণের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের সকল নাগরিকদের দায়িত্বশীল ভুমিকা নিতে হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো.জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন, রবিউল ইসলাম কবির, শিশির দাস, এসএম আমিরুল ইসলাম, কামরুজ্জামান লিটন, বিআরডিবির চেয়ারম্যান কাওসার আহম্মেদ জেনিভ, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, সাংবাদিক অধ্যাপক মো.আবদুল হালিম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি ফারুক হোসেন খান, কৃষি অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি বিপুল চন্দ্র অধিকারী, প্রধান শিক্ষক শামিম হোসেন ও গোলাম মোস্তফা প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন, মাদক, জঙ্গি দূনীর্তি মুক্ত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা কামনা করেন।

 

ঝালকাঠি আজকাল