• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বেলারুশকে পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে যাচ্ছে রাশিয়া

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

বেলারুশকে সামনের মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইস্কান্দার-এম সিস্টেম প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এটি দিয়ে আঘাত হানা সম্ভব।

 চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ বাহিনী। প্রথম থেকেই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন পুতিন।

এর আগে পুতিন বলেছিলেন, বেলারুশিয়ান এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে সংশোধন করতে সাহায্য করবে মস্কো। যেন সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

সূত্র: বিবিসি।

ঝালকাঠি আজকাল