• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রেফতার ২২০০ ছাড়াল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২৪  

ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি।

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় তাদের ওপর চড়াও হয় পুলিশ। অনেক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে সহিংস পন্থা অবলম্বনের অভিযোগও উঠেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। যদিও কর্তৃপক্ষ বলছে, ‘দুর্ঘটনাবশত’ এই গুলি ছোড়া হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত হননি। এক পুলিশ সদস্য তার বন্দুকের সাথে লাগানো ফ্লাশলাইট জ্বালানোর চেষ্টা করার সময় একটি গুলি বেরিয়ে গিয়ে হলের দেয়ালে লাগে।

এপির হিসাব থেকে জানা যায় ১৮ এপ্রিলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ৪০টি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত অর্ধশত গ্রেফতার অভিযান চালায় পুলিশ। এতে ২ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় শুধু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) অভিযান চালিয়ে  ২০০ জনকে গ্রেফতার করা হয়।

বর্তমান ইসরায়েল বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয় গত ১৭ এপ্রিল। তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান দাবি করছেন।

ঝালকাঠি আজকাল