• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

গ্রামে যাচ্ছে ‘ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক’, স্বস্তিতে কৃষকরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

কৃষকদের ফসলের চাষে রোগ বালাই এর হাত থেকে রক্ষা করতে দিনাজপুরের চিরিরবন্দরে চালু হয়েছে 'ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক'। কৃষকের দুশ্চিন্তা দূর করতেই এমন উদ্যোগ বলছে উপজেলা কৃষি বিভাগ।

মাঠে মাঠে সবুজের সমারোহ। চাষ হয়েছে আমন ধান আর শাক সবজি। প্রতিকূল আবহওয়ায় নানা রোগ বালাইয়ের আক্রমণ হচ্ছে ধান আর সবজি ক্ষেতে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার হচ্ছে না। তাই ক্ষতির আশঙ্কায় কৃষকের দিন কাটে দুশ্চিন্তায়।

এ অবস্থায় ফসলের সমস্যা সমাধানে পরামর্শ দিতে ‘ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক’ যাচ্ছে গ্রামে গ্রামে। এতে সুফল পাচ্ছেন কৃষকেরা। এক কৃষক বলেন, এটা থেকে আমার অনেক উপকৃত হচ্ছি। এই গ্রামের অনেকেই ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক থেকে সেবা নিচ্ছে।

আর কৃষকের দুশ্চিন্তা দূরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি সাইদুর রহমান। তিনি জানান, ধানের পোকামাকড় থেকে যাতে কৃষক রক্ষা পায়, এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে স্যাররা আসছেন পরামর্শ দিতে।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, আমরা কৃষকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। এবং তারা খুবই উপকৃত হচ্ছে। তারা চাচ্ছে এই ক্লিনিকটি যাতে সবসময় চালু থাকে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। চিরিরবন্দরের ৮৩ হাজার কৃষক ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক' এর মাধ্যমে কৃষিবান্ধব সেবা পাচ্ছেন।

ঝালকাঠি আজকাল