• মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অন্যের স্ত্রীকে কুপ্রস্তাব-শ্লীলতাহানি, যুবদল নেতা কারাগারে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

বরিশাল অন্যের স্ত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির মামলায় যুবদল নেতা আলী হায়দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম পলি আফরোজ তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আলী হায়দার বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন মুকুন্দপট্টি এলাকার মোবারক আলীর ছেলে। আলী হায়দার বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্যসচিব।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদ মিয়া।

জানা যায়, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন মুকুন্দপট্টি এলাকার তানবির হাসান শাকিলের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন একই এলকার আলী হায়দার। স্ত্রীকে কু-প্রস্তাবের বিষয়টি তানবির হাসান শাকিল জানতে পেরে আলী হায়দারকে সতর্ক করলে তিনি ক্ষিপ্ত হন। গত ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন ঝরঝরিয়া তলা বাজারে শাকিলের উপর অতর্কিত হামলা চালান আলী হায়দার ও তার লোকজন। এ সময় শাকিলকে এলোপাথাড়ি মারধর করেন তারা।

শাকিলের স্ত্রী এগিয়ে আসলে তার শ্লীলতাহানি ঘটায়। এছাড়া শাকিলের সঙ্গে থাকা মোটরসাইকেল ভেঙে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শাকিলের স্ত্রী বাদী হয়ে আলী হায়দারসহ নামধারী ১০ এবং অজ্ঞাত চার থেকে পাঁচজনের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার আদালতে জামিনের আবেদন করলে বিচারক আলী হায়দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝালকাঠি আজকাল