• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

নোয়াখালীতে দুর্গাপূজা নিয়ে কটূক্তি, যুবক আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২  

নোয়াখালীর বেগমগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্গাপূজা নিয়ে কটূক্তি করার অভিযোগে ইয়াসিন রুবেল (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন রুবেল বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল নিজের ফেসবুক প্রোফাইলে দুর্গাপূজাকে কটাক্ষ করে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‌‘ইসলামে মূর্তিপূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোনো মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি।’

তার এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি হয়‌। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে আটক করে।

নাজিম উদ্দিন আহমেদ বলেন, রুবেল তার ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে। তাই প্রযুক্তির সহযোগিতায় তাকে চৌমুহনী থেকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার সহযোগীদের শনাক্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

ঝালকাঠি আজকাল