• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নব্য জেএমবির স্লিপার সেল ‘এফজেড ফোর্সের’ দুই সদস্য আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির স্লিপার সেল ‘এফজেড ফোর্সের’ দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আটকরা হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।

সোমবার (১৭ আগস্ট) রাতে কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ১ টি চাকু এবং হাতে লিখিত জঙ্গি তৎপরতার নির্দেশনা, কর্ম পরিকল্পনা সম্বলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, আটকরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা একটি নতুন গ্রুপে ৭/৮ জন সদস্য একত্রিত হয়ে স্লিপার সেল গঠন করে যার নাম দেয় 'এফজেড ফোর্স'।

গত ৪ জুলাই সাফফাত ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরতে বের হন। এ সময়ে তারা সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন।

তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা। এ উদ্দেশ্যে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুত করার মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের চেষ্টা করছিলেন। এছাড়া, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, আটকরা সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা করছিল। তাদেরকে কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি আজকাল