• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সরকার তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, একজন যদি চাকরি পান, তাহলে তার পরিবার নিরাপত্তা পাবে। কিন্তু একজন উদ্যোক্তা তৈরি হলে হাজার-হাজার, লাখ-লাখ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। তাই সরকার নানা রকম সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে।
শনিবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আমের মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশকে স্বল্প আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রূপান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শিতার কারণেই সম্ভব হয়েছে। করোনা সংকট ও রাশিয়া-ইউক্রেন সংকটে দেশকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ১৪ বছর আগে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। বর্তমানে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।  

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় চারজন এমপির সুপারিশ নিয়ে ২০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ হাজার করে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে। জেলায় কোন পণ্যটি বিশেষ চাহিদা আছে, তা বিবেচনায় নিয়ে কাজ শুরু করবেন। এছাড়া ৫৮০ জন নারীকে ৩ মাস ট্রেনিং ও ৩ মাস ইন্টার্নশিপ দিয়ে ২০ হাজার টাকা দেওয়া হবে। আগামী ৬ মাসে দেশের ২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী।

ঝালকাঠি আজকাল