• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ। আর কিছুক্ষণ পরই বহুল প্রতীক্ষিত এ সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেতু উদ্বোধনের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছে পদ্মা সেতুর দুই পাড়।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (২৫ জুন) বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে এর আয়োজন করেছে।

৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে নিম্নবর্ণিত ডিসপ্লে প্রদর্শণ করা হবে

২টি মিগ-২৯, ২টি এফটি-৭বিজি/এফ-৭ এমবি এবং ২টি এফ-৭ বিজিআই এর সমন্বয়ে স্মোক পাস (Smoke pass)।

৩টি এফ-৭ বিজিআই/বিজি এর ফ্লাইং পাস্ট প্রদর্শণ।

১টি সি-১৩০জে এবং ৫টি কে-৮ ডব্লিউ এর সমন্বয়ে স্মোক পাস প্রদর্শণ।

৩টি এল-৪১০ এবং ০৫টি গ্রোব-১২০টিপি এর সমন্বয়ে ফ্লাইং পাস্ট প্রদর্শণ।

৫টি এমআই-১৭/১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শণ এবং ০১টি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ।

২টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে শেকুল মেন্যুভার প্রদর্শণ।

৫টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে ভিক্সেন ব্রেক প্রদর্শণ।

১টি মিগ-২৯ এর মাধ্যমে লো লেভেল এ্যারোবেটিক্স প্রদর্শণ।

ঝালকাঠি আজকাল