• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

‘ফ্রি ফায়ার গেম’ খেলে মানসিক ভারসাম্যহীন কিশোর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ মে ২০২২  

যশোরে ‘ফ্রি ফায়ার গেম’ এ আসক্ত হয়ে তামিম হোসেন (১৭) নামে এক কিশোর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। সে ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের সাবুর আলীর ছেলে।

তামিম হোসেনের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ’ফ্রি ফায়ার গেম’ খেলে আসছিল তামিম। গেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে খাওয়া, পড়ালেখাসহ কোনো কিছুতে মন ছিল না তার। অনেক বিধিনিষেধের পরেও তাকে গেম খেলা থেকে বিরত রাখা যাচ্ছিল না।

ধীরে ধীরে মোবাইল গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তামিম হোসেন। মোবাইল কেড়ে নিলেও সে খালি হাতেই গেম খেলার অঙ্গভঙ্গি শুরু করে। এ অবস্থায় তার দু’হাত বেঁধে রাখা শুরু করে পরিবারের লোকজন। এদিকে তামিমের এমন পরিস্থিতিতে চরমভাবে ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।

এ বিষয়ে তামিমের বাবা সাবুর আলী বলেন, ‘গেমে আসক্ত শিশু-কিশোরদের খবর শুনেছি। কিন্তু আজ আমার নিজের সন্তান এই গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়েছে। তাকে স্থানীয়ভাবে এবং জেলা শহরে নিয়ে চিকিৎসক দেখিয়েছি। কোনো ফল পায়নি। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব অভিভাবক, শিশু কিশোর ও সচেতন মহলের কাছে অনুরোধ আপনার আদরের সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল দিলে সেটার যথাযথ ব্যবহার সম্পর্কে দৈনিক খোঁজখবর নিন। অন্যথায় দেরি হয়ে গেলে আমার সন্তানের মতো সেও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে।’

 

ঝালকাঠি আজকাল