• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

৪০৯ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

করোনাভাইরাসের জরুরি পরিস্থিতির জন্য মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গতকাল মঙ্গলবার রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। ১০০ নম্বরের মৌখিক পরিক্ষায় ৫০ পাস নম্বর ধরা হয়েছে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। আগামী ১৮ জুলাই (রোববার) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন চলবে ২৭ জুলাই (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ২৮ জুন ৪৪তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট নিয়োগ দিতে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ সংশোধন করে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের পরে এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কলসানট্যান্ট শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে। জুনিয়র কনসালট্যান্টদের বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। জুনিয়র কনসালট্যান্টদের এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও সহকারী সার্জন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃতি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

ঝালকাঠি আজকাল