• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইতালির রি-এন্ট্রি ভিসার কার্যক্রম শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

রি-এন্ট্রি ভিসার আবেদন জমা নেয়া শুরু করেছে ঢাকার ইতালীয় দূতাবাস। কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই রোববার (২০ সেপ্টেম্বর) থেকে তাদের একমাত্র অফিসিয়াল এজেন্সি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা নেয়া শুরু করে।

করোনার সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আটকে পড়া প্রবাসী যাদের ইতালিয়ান স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক রি-এন্ট্রি ভিসা প্রয়োজন ইতালিতে ফিরতে। এজন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তথা চেকলিস্ট থেকে যেকোনো বিষয়ে ছাড় দেয়া কিংবা চেকলিস্টের বাইরে যেকোনো বাড়তি ডকুমেন্টস চাওয়ার অধিকার সংরক্ষণ করে ইতালীয় দূতাবাস।

ইতালির পুলিশ অফিস (কস্তুরা) থেকে ক্লিয়ারেন্স পেতে বিলম্ব না হলে প্রচলিত নিয়মে রি-এন্ট্রি ভিসা ২১ দিনে ইস্যু হয়ে থাকে। কোনো দালালের মাধ্যমে নয়, রি-এন্ট্রি ভিসা জমা দিতে হবে নিজেকেই, ভিএফএস ওয়েবসাইটে নির্ধারিত ফি দিয়ে।

ঝালকাঠি আজকাল