• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নতুন সড়ক পরিবহন আইন: কোন অপরাধে কী সাজা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বুধবার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১-এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর তারিখকে আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করল।’সমকাল

নতুন আইনে যে অপরাধে যে সাজা:

গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার বিচারের দাবিতে সারাদেশে রাস্তা নেমে আসে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই বছরের ৫ আগস্ট মন্ত্রিসভার অনুমোদন পায় আট বছর ঝুলে থাকা সড়ক পরিবহন আইন। সেপ্টেম্বরে সংসদে পাসের পর গত ৮ অক্টোবর গেজেট আকারে প্রকাশ পায়। এর এক বছর পর কার্যকর হতে যাচ্ছে আইনটি।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন আইনটি দ্রুত কার্যকরের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিনই প্রজ্ঞাপন জারি করা হয়। আইন কার্যকরের তারিখ নির্ধারণ হলেও, এখনো বিধিমালা প্রণীত হয়নি। সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইন কার্যকরের আগেই বিধিমালায় প্রণয়নের কাজ শেষ হবে।

ঝালকাঠি আজকাল