• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

ঝালকাঠি আজকাল

দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে গড়ে তোলা দুইটি ইট ভাটায় অভিযান চলিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের কালিজিরা এলাকায় এমএমডি ব্রিকস্ মালিক মো. বাকের আলী ও মগড় এলাকার মুন ব্রিকস্ লিমিটেডের মালিক সাদ্দাম হোসেনকে এ জরিমানা করা হয়।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশাসন ড. মো. ইউসুফ আলী জানান, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছিল। খবর পেয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তর একটি টিম দুটি ইট ভাটায় অভিযান চালায়। এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু ইট ভাটা মালিকদেরকে ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি নষ্ট করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করার অপরাধে ৯ লাখ টাকা জরিমানা করেন।

 

ঝালকাঠি আজকাল