• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দাম বাড়ালে জেল-জরিমানা করার নির্দেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে শহরের প্রধান বাজার, আড়ৎদারপট্টি, কালিবাড়িসহ বিভিন্ন স্থানে বাজারদর মনিটরিং করা হয়। এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকান গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। এর পরেও যদি মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল-জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।

বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম,কৃষি অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছাহেব আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।

 

ঝালকাঠি আজকাল