• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিন ব্যাপি জাতীয় যুব দিবস পালন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিন ব্যাপি জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” বিষয়কে সামনে রেখে সকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে এবং র‌্যালিটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচন সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
 বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল ইসলাম টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইসরাত জাহান সোনালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির ফারিহা নিশাত। অন্যদের মধ্যে যুব সংগঠনের মোঃ হুমায়ূন কবির ও পুরুস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে ১৩জনকে ১০ লক্ষ টাকার যুব ঋণের চেক, প্রক্ষিণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল উদ্যোক্তা রোকেয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

 

ঝালকাঠি আজকাল