• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষ্যে সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে  ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসককের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্ব করেন।

সভায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশের ডিম ছাড়ার প্রধান প্রজনন মৌসুমে  মা ইলিশ রক্ষার্থে (০৭ অক্টোবর-২৮ অক্টোবর) মোট ২২ দিনের কর্মপরিকল্পনা এবং স্ব স্ব সিনিয়র,উপজেলা মৎস্য  কর্মকর্তারা কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে,উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা,উপজেলা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিক, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল