• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজির এর জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজির এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের টাউনহলস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে,সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ সেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিকুল ইসলাম শফিক,যুগ্ম আহবায়ক এস এম আলামিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্বাধানতা যুদ্ধে সকল আন্দোলন সংগ্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন। এমনকি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ,সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে। পরে তার জন্মবার্ষিকীতে বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজার করা হয়।

এদিকে জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজির এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু। এছাড়া জেলার চার উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজির এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়।

ঝালকাঠি আজকাল