• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকিতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ্আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলমের সঞ্চালনায় আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপন ও ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবসে ঝালকাঠির শিশু একাডেমী রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন ও জেলা গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মুড়ালে শ্রদ্ধা নিবেদনের জন্য সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাল্যদান করা এবং সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মধ্যে ঋনের চেক বিতরন করা হবে এবং সন্ধ্যায় স্থানীয় বারচালা প্রাঙ্গনে চিরঞ্জিব মুজিব প্রমান্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও শিল্পকলা একাডেমি দোয়া মোনাজাতের আয়োজন করবে।

জাতীয় পর্যায়ের কর্মসূচির সাথে সংগতি রেখে ঝালকাঠিতেও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেক কামালের জন্ম বার্ষিকী উদযাপন করা হবে।

ঝালকাঠি আজকাল