• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জুন ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
“পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ববুধবার সকালে জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে একটি র‌্যালী বের হযে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুগ্ধ দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরির প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কারের চেক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহরআলী। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ আরিফুর রহমান  ও জেলা ডেইরী ফার্ম এ্যসোসিয়েশনের সভাপতি শংকর মুর্খার্জী প্রমুখ। 

ঝালকাঠি জেলায় চাহিদর তুলনায় ৮ হাজার ৪১২ মে. টন. ঘাটতি রয়েছে। ঝালকাঠি জেলায় ৬ লাখ ৯২ হাজার ৬৮০ টন দুগ্ধ গ্রহনকারী এবং চাহিদা ৬৩ হাজার ২০৭ মে. টন। জেলায় ৪৫০টি দুগ্ধ খামার থেকে উৎপাদন হচ্ছে ৫৪ হাজার ৭৯৫ মে.টন। 
পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুল,শিশু পরিবারে,শিশু কল্যান স্কুল ও উত্তর কিস্তাকাঠী স্কুলসহ ৫টি বিদ্যালয়ে ৫ শতাধিক শিশুদের মাঝে মিল্ক দুধ বিতরণ করা হয়। এছাড়া শহরের বিভিন্ন সড়কে গাড়িতে করে স্থানীয় শিল্পীদের সংগীতের  মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস প্রচার করা হয়। 

ঝালকাঠি আজকাল