• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ‘বঙ্গবন্ধু, ছাত্রলীগ ও জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বঙ্গবন্ধু, ছাত্রলীগ ও জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

জেলা ছাত্রলীগ এ আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আলম মধুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। 

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শবান মানুষ। তাঁর আহ্বানেই বাংলার মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দেশের তৃনমূল পর্যায়ে উন্নয়ন হয়। আগামীতেও আওয়ামী লীগ যাতে সরকার গঠন করতে পারে সেলক্ষ্যে ছাত্রলীগকে কাজ করার আহ্বান জানান দলের এ প্রবীণ নেতা। 
 

ঝালকাঠি আজকাল