• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সেবাইত ও পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সামাজিক মূল্যোবোধ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় জেলায় প্রতি ব্যাজে ২৫জন করে পৃথক পৃথক বিষয়ে ৯ দিন করে ধারাবাহিক প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঝালকাঠি পাবলিক হরিসভার সভাকক্ষে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে এই অনুষ্ঠান জেলা পুজা উদযাপন কমিটির সাধরণ সম্পাদক তরুণ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এ্যাড. অমল কৃষ্ণদাস ও সদর উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি প্রকৌশলী দিলিপ হালদার ও হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট(ট্রেনিং) অনিমা ব্যানার্জী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বরিশালের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। এ কার্যক্রমটি দুই বছর ধরে চলবে।
 

ঝালকাঠি আজকাল