• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
'ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি' প্রতিপাদ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণের মাধ্যমে 'বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২১' পালিত হয়েছে। 

শুক্রবার সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সমাজসেবা অধিদফতেরর সহকারীপরিচালক মো. আবদুর রশিদের সভাপতিত্বে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ জাহিদ ও ইয়াসিন সিকদার বক্তৃতা করেন। 

বক্তারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না দেখে, তাদেরকে জনসম্পদে রূপ দেয়াসহ মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মো. জোহর আলী ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে 'স্মার্ট সাদাছড়ি' তুলে দেন।

বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা নীলুসহ শিক্ষকমন্ডলী, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিবন্ধী ছেলেমেয়ে ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

ঝালকাঠি আজকাল