• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ইলিশ রক্ষা কার্যক্রমে মৎস্য আহরণ নিষিদ্ধকালে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ঝালকাঠিতে ৭৭ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ে বিরত থাকা জেলেদের সরকারি খাদ্য সহায়তার ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। ২০ কেজি করে ৩ হাজার ৮৫০ জন মৎসজীবি  এ খাদ্য সহায়তা পাবে। 

এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। অভিযানের টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
 

ঝালকাঠি আজকাল