• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আউশ প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:

রাজস্ব খাতের অর্থায়নে উফশী আউশ প্রর্দশণী(ব্রিধান-৮২) এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজারের মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক, বরিশাল অঞ্চল, মোঃ তাওফিকুল আলম,বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক ,ডিএই ঝালকাঠি, মোঃ ফজলুল হক, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রিফাত সিকদার, এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার খাদিজা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, তনিকা রানী  বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফনীভূষন ঢালী, সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ শতাধিক কৃষক কৃষানী মাঠ দিবসে অংশগ্রহণ করেন। কৃষকরা নতুন জাত আবাদে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, সেচপাম্প ও সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল পাটবীজ, সার ও ১০টি কৃষক গ্রুপের মাঝে সোলার লাইট ট্রাপ, সেচপাম্প তুলে দেন অতিথিরা।
 

ঝালকাঠি আজকাল