• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ভিক্ষুকদের মাঝে সরকারি ভাবে গরু বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় কাঠালিয়া উপজেলার ছৈলার পর্যটন কেন্দ্রে বিভাগী কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে এ গরু বিতরণ করেন। সরকারের ভিক্ষুক পুর্নভাসন প্রকল্পের আওতায় ১০ জন নারী ও পুরুষ ভিক্ষুকের হাতে একটি করে গাভী তুলে দেয়া হয়। প্রধান অতিথি ছৈলার চর ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করন, পর্যটন কেন্দ্রের সেতু/কালভার্ট ও রেস্ট হাউজ উদ্ভোধন করেন এবং ডিসি পার্ক ও ছৈলার পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল আলম, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।

এর আগে ঝালকাঠির ব্যান্ডিং পণ্য শীতলপাটি তৈরির গ্রাম ও জেলার পর্যটন কেন্দ্র ছৈলার চর এলাকা পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

শনিবার সকাল ১০টায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর গ্রামের পাটিকর পাড়ায় গিয়ে এ শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলেন তিনি। পাটিকরদের নানা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন বিভাগীয় কমিশনার। এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নলছিটির মধ্য কামদেবপুর এলাকায় প্রায় ৫০টি পরিবার শীতলপাটি তৈরি শিল্পের সঙ্গে জড়িত। এখানকার তৈরি শীতলপাটির দেশ ও বিদেশে কদর রয়েছে। 

পরে বিভাগীয় কমিশনার জেলার পর্যটন কেন্দ্র কাঁঠালিয়া উপজেলার নৈসর্গিক ‘ছৈলার চর’ এলাকা পরিদর্শন করেন। সেখানে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এর মধ্যে একটি রেস্টহাউজ ও কালভার্ট উদ্বোধন করা হয়। এতে সহযেই পর্যটকরা ছৈলার চরে প্রবেশ করে বিশ্রাম নিতে পারবেন। 

এছাড়াও বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল আমুয়া ইউনিয়নে তালতলিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 

ঝালকাঠি আজকাল