• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ম দূর করি- এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ শুক্রবার শেষ হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলী সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি গত ২৯ আগষ্ট ২০২১ উদ্বোধন করেন এবং ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি থেকে সপ্তাহের ইতি টানেন।

এর পূর্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে মৎস্য অধিদপ্তরের অগ্রগতি ও সম্ভাবনা বিষয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করেন। উদ্বোধনি দিন আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, এবং পরবর্তিতে জেলার ৪টি উপজেলায় সপ্তাহের কর্মসূচি অনুযায়ী খাল ও নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এছাড়াও সপ্তাহের অন্যান্য কর্মসূচী অনুযায়ী প্রান্তিক মৎস্য চাষিদের নিয়ে মাছ চাষের উপরে সভা, মৎস্য চাষীদের প্রশিক্ণ এবং খামারের মাটি পরীক্ষা সহ সার ও খাবার সহ উপকরণ বিতরণ করা হয়। দেশের মৎস্য সেক্টরের উন্নয়ন ও অগ্রগতির উপর প্রমান্য চলচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা পর্যায়ে এই সকল কর্মসূচীতে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহন করেন। 

সমাপনী দিনে ঝালকাঠির উত্তর কীস্তাকাঠি আশ্রয়ন প্রকল্পে ৫০ জন কে নিয়ে মাছ চাষের উপরে দিনব্যপি প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সিনিয়র সহকারি পরিচালক অভিজিৎ শীল, খামার ব্যবস্থাপক আব্দুল কুদ্দস মিয়া ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদ মিয়া ফ্যাসিলেটর ছিলেন।    
 

ঝালকাঠি আজকাল