• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ, ৩ জনকে জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে সচেতন করার জন্য ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় তিনি বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। এছাড়াও জনসাধারণ, যানবাহনের চালক ও বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন পুলিশ সুপার। জেলা পুলিশের এ কার্যক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবিবুল্লাহর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। অভিযানের সময় মাস্ক ছাড়া বাইরে বের হওয়া তিনজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল পুলিশ। বর্তমানে দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবারও জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত তাকবে বলেও জানান পুলিশ সুপার।

ঝালকাঠি আজকাল