• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: কেক কেঁটে ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনে ঝালকাঠিতে বাংলদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে। জেলা লিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিক ভাবে কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী  পালন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশিলস মাজের প্রতিনিধী, শিল্পি-কুশলী ও সাস্কৃতিক প্রেমিরা প্রতিষ্ঠাবার্ষিকীর সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন। মানুষের মধ্যে সৃজনশীলতা বিকাশের জন্যই শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকরা হয়েছিল। বিশেষ করে তরুণ সমাজকে সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলা ধুলায় বেশি করে তরুণ সমাজকে  সম্পৃক্ত করা হলে সামাজিক অবক্ষয় রোদ করা সম্ভব। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অনাকাঙ্খিত অনু প্রবেশ বড় বাধার সৃষ্টি করছে এবং এ থেকে আমাদের তরুণ সমাজকে সৃজনশীলতার ধারায় ফিরিয়ে আনতে হবে।

ঝালকাঠি আজকাল