• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে তৃতীয় দিনে বাড়ছে করোনা টিকা গ্রহণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে তৃতীয় দিনে বেড়েছে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ। সদর হাসপাতাল ও জেলা তিনটি উপজেলায় সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে। তিন দিনে জেলায় রেজিস্ট্রেশনকারী ২৫০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষ টিকা নিয়েছেন।

সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিয়ে সুস্থ আছেন সবাই। জেলায় এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন এক হাজার ৫০০ মানুষ। রেজিস্ট্রেশন ছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে তাকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিটিন করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা।

ঝালকাঠি আজকাল