• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

ঝালকাঠিতে বহুমূখী এগ্রোফার্ম প্রকল্প পরিদর্শন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: করোনায় কর্ম হারিয়ে ঝালকাঠি জেলার রাজাপুরে ২ যুবকের বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ ও কাঠালিয়ায় শিক্ষিত বেকার নারীর এগ্রোফার্ম করা ৩ সফল আত্মকর্মীর প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। শনিবার এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। করোনায় চাকরী হারিয়ে আত্মকর্মী হিসেবে উদ্যোক্তা হবার প্রত্যয়ে যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে বায়োফ্লক পদ্ধতিতে রাজাপুরের সাউথপুর গ্রামের জাকিউর রহমান নাসির ১৬ লক্ষাধিক টাকা ব্যায়ে এবং কৈবর্তখালী গ্রামের মো. কায়েম হোসেন সাড়ে ৮ লাখ ব্যয়ে মাছ চাষ করছেন। এখন তাদের চাষকৃত মাছ বিক্রি উপযোগী হয়েছে। অপরদিকে কাঠালিয়া উপজেলার আনলবুনিয়া গ্রামের শিরিন সুলতানা যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে ৭বিঘা জমিতে বহুমূখী এগ্রোফার্ম প্রতিষ্ঠা করেন। সেখানে মাছ চাষ, মুরগীর খামারসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রয়েছে।

জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যুব উন্নয়নের মাধ্যমে বেকারদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষন নেয়ার সুযোগ করে দিয়েছেন। যুব উন্নয়নের কারিগরি প্রশিক্ষক নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছে।

এসব প্রকল্প পরিদর্শনের সময় সাথে ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, কাঠালিয়া সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা, জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মিজানুর রহমান, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বাকলাই, কাঠালিয়া উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত,যুব উন্নয়ন প্রশিক্ষক রতন কুমার কর্মকার, ইউএসডিপি কো-অর্ডিনেটর আরমান হোসেন প্রমুখ।

ঝালকাঠি আজকাল