• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। বৃহস্পতিবার সকাল থেকে নদীতে জাল ফেলে মাছ ধরছেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ কম পাচ্ছেন বলে জানিয়েছেন জেলেরা। এখন আর ঝাকে ঝাকে ইলিশের দেখা পাচ্ছেন না তারা।

মৎস্য বিভাগ ও জেলেদের সূত্রে জানা গেছে বর্তমানে  ইলিশ মাস সাগরমূখি। ইলিশ মাছ ডিম ছাড়ার পরে তারা সাগরে ফিরে যায়। গত ২২ দিনে জেলা প্রশাসকের নেতৃত্বে ৪টি উপজেলায় কঠোরভাবে মৎস্য বিভাগ দিনরাত সারাসি অভিযান চালানো হয়েছে । জেলায় ১৭৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১৭৯টি অভিষান চালানো হয়েছে। এসময় ৫২৩ কেজি মা ইলিশ উদ্ধার করে ভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে।

অভিযানে  ৪ লক্ষ ৯২ হাজার ২শ মিটার জাল জব্দকরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে যার মূল্য ৭৫ লক্ষ ১০ হাজার টাকা। সরকারি নিয়ম লঙ্গন করে মাছ আহরণের দায়ে ৫৫টি মামলায় ৪০জন কে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও ১৫ জনকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি আজকাল