• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সমাজসেবার উদ্যোগে হিজড়াদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ঝালকাঠিতে ৩৪ জন হিজড়াকে ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণশেষে তাদের মাঝে উপকরণ সহায়তার অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং হিজড়া জনগোষ্ঠীর সেতু ও শিল্পী আলোচনায় অংশ নেন।
সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ। অংশগ্রহণকারী হিজড়াদের পোশাক তৈরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
তাদের প্রত্যেককে উপকরণ সহায়তা বাবদ ১০ হাজার টাকা ও প্রশিক্ষণ ভাতা বাবদ ১৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সহায়তার অর্থ ও সনদ তুলে দেন।

 

ঝালকাঠি আজকাল