• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে আজ নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার, রাজাপুরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবদুল্লাহ, নলছিটির উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচকরা ডিমের গুনাগুন উল্লেখ করে শিক্ষার্থীদের প্র্রতিদিনের খাবার তালিকায় ডিম রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
 

ঝালকাঠি আজকাল