• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য আগামী ১২ জুনের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব নেতাকর্মী এক সঙ্গে কাজ করতে হবে।  

২৬ মে, শুক্রবার বিকেলে বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

হাসানাত আরও বলেন, বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র ছিলো। সে যেহেতু মনোনয়ন পায়নি তাই তার অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, প্রয়োজনে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করবেন। তারপরও নৌকা মার্কার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করবো।

তিনি আরও বলেন, আজকের সভার পর থেকে নেতাকর্মীদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবেনা। এরপরও যদি কোন নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম প্রমুখ।

ঝালকাঠি আজকাল