• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

টেকনাফে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি টানা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
 সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় বাহারছড়া উপকূলের বিভিন্ন মৎস ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বাহারছড়া কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মোস্তফা কামাল।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি বলেন, বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাটে অবৈধ জাল নির্মূলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি টানা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

ঝালকাঠি আজকাল